অগ্রহায়ণ সংখ্যা-কবিতা : জগদিন্দ্র মণ্ডল

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 | ১৪০০ সাল পত্রিকা


কেউ যদি বা আসে

আকাশটাকে গুছিয়ে দিতে সূর্য বুঝি আছে-
বাতাসকেও গুছিয়ে দিতে সাগর নদী আছে-
আমাকে গুছিয়ে দিতে কোথায় কে আছে!
সূর্য তো দহনে জ্বলে যায়,
নদী তো স্রোতে বয়ে যায়-
সাগর প্রেম সন্ধানে;
কেউ যদি বা আসে এখন
আমার এই ছন্নছাড়া অঙ্গনে!