অগ্রহায়ণ সংখ্যা-সমরেন্দ্র মণ্ডল

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 | ১৪০০ সাল পত্রিকা


করোনা শ্লোক


শরতের চিঠি এলো একঝাঁক বিষণ্ণতা নিয়ে
বাইরে মুখবন্দি, ব্যবধানে থাকা
মগজের ভিতর কাটাকুটি  শব্দ
শব্দ গিলে দৌড়াচ্ছে ভাইরাস
যাকে পাবি তাকে ছোঁ।

কে জানতো এতো ক্লেদ হৃদয়ের ভিতর
করোনাও পিছন ফিরে উল্টোমুখো
জীবন তো দাঁড়িয়ে আছে খালপাড়ে
কখন নৌকার ডাক আসবে---
এবারেও ছাড়পত্র দিল না শরতের চিঠি
ব্যবধান শুধু বাড়িয়েই চলেছো

তুমি এতো সহজেই টুপি খুলে রাখলে করোনা।