অগ্রহায়ণ সংখ্যা-কবিতা: পিনাকীরঞ্জন সামন্ত

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 | ১৪০০ সাল পত্রিকা







ছুটির মুখোশ

ছুটির মুখোশ পরে খোঁপা বাঁধে
ডালিম বালিকা ।
দৌড় একাধিক, দরোজা জানালা পরিবৃত
রহস্যাবৃত ঘরের উনুনে আগুন ।
উইপোকার উল্লাসে ঘরে জল ঢুকে গেলে
মনের আয়নায় মন ভাঙে ছল ছলাৎ ।
নিঃশব্দ পিয়ানোর বুক থেকে
খসে পড়া অন্তর্বাসের ভিতরে --- কে হাসে ?
সেই তো জল  - কুমারী মন সে কথা জানে ।

অন্যদিকে
পটু বাবুর লম্বা মুখের হাসি, আয় জলকে চল্
ছলকে ওঠা জাদুকরের জীয়নকাঠির
অমৃতস্বাদে এখনো মিঠা লাগে রবীন্দ্রনাথ
সকাল পেরিয়ে গেলে ডালিম বালিকার
ধারালো অস্ত্রের আঘাতে
জেগে ওঠে মাছের করুণ আর্তনাদ
আর
পিয়ালীর সুগন্ধি প্রয়াসে হেসে ওঠে
কৃষ্ণকলি --

ফুল খোঁপার ভিতরেই অক্সিজেন ও নাইট্রোজেনের
তুমুল লুকোচুরি খেলা ।।