অগ্রহায়ণ সংখ্যা-কবিতা :পৃথা চট্টোপাধ্যায়

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 | ১৪০০ সাল পত্রিকা




অক্টোবরের শেষে

উত্তরের জানালাটা বন্ধ রাখি শীতে
এখন হেমন্ত
এ বাড়িতে আমার  ইদানীং কম আসা যাওয়া
বহুদিন পর শার্সি  খুলতেই আজ
শুক্লা ত্রয়োদশীর আকাশ জুড়ে  চাঁদ চুঁইয়ে আলো
সামনেই কোজাগরী
রাইস মিলের খোলা মাঠে
অবাক আলোর লুটোপুটি
তার  আয়ত পদধ্বনি ক্রমাগত আমাকে ডাকে
পায়ে পায়ে চলে আসি খোলা ছাদে
রাতের উন্মুক্ত আলিঙ্গনে

এ এক নির্জন অনুভব
জীবনের নিরেট গম্বুজে অক্টোবরের শেষে

অপ্রত্যাশিত আমাকে দেখে
আবছা কার্নিস থেকে উড়ে গেল
তিনটি প্রাজ্ঞ প্যাঁচা