চন্দ্রদীপা সেনশর্মা
বই পড়তে পড়তে
পড়তে চাইলে বলেই আমি ভাঁজখোলা বই হলাম--
মলাট ছিল ক্যালিগ্রাফি পাকা,
অধরা চোখ কী কথা কয় আগুন ছেঁচে এনে?
মলাট খুলে দেখছ ভারী শখে!
গুরু গুরু মেঘের আলাপ মুগ্ধ মফস্ সলে
পাহাড় তরাই মৌতাতে মলহারে
আমরা কখন নিমেষ হলাম বৃষ্টি বুনে বুনে
রাতের আকাশ হারাল' অক্ষরে
আধফোটা জ্বর পুণ্য ছোঁয়া আবেশ বেনজ়ির,
বুঝলে কি বই আকাশ জলের খেলা?
আখরহীন বেবাক ভাস' ধন্দে দিনানুদিন
খরস্রোতায় ঘনাচ্ছে অবেলা।
-----------
১২ অগাস্ট, ২০২১, বিকেল ৫.২৫
"খরস্রোতায় ঘনাচ্ছে অবেলা" কবিতা এক দার্শনিক চেতনাও সক্রিয় হয়ে ওঠে।
উত্তরমুছুনসুন্দর কবিতা 🙏
উত্তরমুছুনঅসাধারণ একটি কবিতা পড়লাম দিদি । কেমন আছেন সবাই 🙏🙏🙏
উত্তরমুছুনদারুণ কবিতা।
উত্তরমুছুনচন্দ্রদীপা,তোমার কবিতাটি ভীষণ ভালো লাগলো।একটা কথা ঘনাচ্ছে না হয়ে ঘনায় হলে মাত্রা ঠিক থাকে,বোধ হয়।
উত্তরমুছুনকবিতাটি আবৃত্তি করার মতো সুস্বাদু হয়েছে
উত্তরমুছুন