দুটি কবিতা : হামিদুল ইসলাম

শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 







হামিদুল ইসলাম


 সম্পর্ক

                            

জীবনের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি
ভারসাম‍্যহীন পৃথিবী 
বিধ্বস্ত প্রাচীন শহর 
আমাদের রক্তের গভীরে এখনো পূর্বপুরুষদের ণিজন্ত শ্বাস   ।।

হাওয়ায় উড়ছে বন্ধুত্ব পোড়া ছাই 
স্বরবর্ণের দেশে বিপ্লব 
প্রতিদিন বিকৃত ইতিহাস আঁকি হাতের মুঠোয়    ।।

নির্বেদ সংলাপে এখনো বেড়ে ওঠে কবিতার গাছ 
শূন‍্য সম্পর্ক। জীবন হাতড়াই    ।।



  বৃষ্টি

উন্মত্ততার শহর জুড়ে এখন বাসি ভাতের ঘ্রাণ
ছায়া ছায়া মানুষ 
ঈশ্বর হয়ে উঠছে প্রতিদিন    ।।

অন্ধকারে ঢাকছে কষ্টের আরশিনগর 
বিনম্র জলে শীতডোবা চাঁদ 
রাস্তায় দাঁড়িয়ে হিরোসিমা নাগাসাকি ইরাক ইরান    ।।

তেষ্টায় ফাটে বুক 
নীলাঞ্জনা মেঘে অশনি সংকেত। বৃষ্টি কোথাও নেই     ।।