কবিতা : চন্দ্রদীপা সেনশর্মা

শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 






চন্দ্রদীপা সেনশর্মা


বই পড়তে পড়তে


পড়তে চাইলে বলেই আমি ভাঁজখোলা বই হলাম--
মলাট ছিল ক্যালিগ্রাফি পাকা,
অধরা চোখ কী কথা কয় আগুন ছেঁচে এনে?
মলাট খুলে দেখছ ভারী শখে!

গুরু গুরু মেঘের আলাপ মুগ্ধ মফস্ সলে
পাহাড় তরাই মৌতাতে মলহারে
আমরা কখন নিমেষ হলাম বৃষ্টি বুনে বুনে
রাতের আকাশ হারাল' অক্ষরে

আধফোটা জ্বর পুণ্য ছোঁয়া আবেশ বেনজ়ির,
বুঝলে কি বই আকাশ জলের খেলা?
আখরহীন বেবাক ভাস' ধন্দে দিনানুদিন
খরস্রোতায় ঘনাচ্ছে অবেলা।
-----------
১২ অগাস্ট, ২০২১, বিকেল ৫.২৫