কবিতা : দীপঙ্কর সরকার

শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 








দীপঙ্কর সরকার



অন্যমনস্কতা  


অন্যমনস্কতা হেঁটে যায় ব্যস্ততাহীন পায়ে পায়ে 
সোনা রোদ ক্লান্ত দুপুর , ডাহুক ডাকা বিকেল 
জুড়ে বিষণ্ণতা গাছের পাতায় অলসতা আড়মোরা
ভাঙে তবু কোথাও যেন বাজে বেদনার সুর ।

এবার শরৎ যেন অগোছালো হাওয়ার মতো
কাশ ফুলে নেই সেই মাদকতা সৌন্দর্যের সোহাগ
স্তিমিত প্রায় প্রজাপতি পাখনায় দেখি না তো
ধ্রুপদি জৌলুস , বনে বনে কই বেহাগের তান !

রোদালি আকাশ একা চেয়ে দ্যাখে দিকে দিকে
হা হা রব করোনা আবহে মনমরা যত ব্যক্তিগত
সুখ । ঘাসে ঘাসে এই বার্তা ঘোরে ফেরে তখনও
অন্যমনস্কতা ছুঁয়ে থাকে বিষণ্ণতা ভরা মধ্য দুপুর ।