দুটি কবিতা : পার্থপ্রতিম মজুমদার

শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 






পার্থপ্রতিম মজুমদার




স্মৃতি

স্মৃতি যতিচিহ্নময়
পুরনো হাভেলি
ঘাটের রানার নীল জল

প্রাচীন বাতাসে
এইমত নানা ছবি
ফিরে ফিরে আসে আর

কাকে যেন খোঁজে

যে' জন কাছেই ছিল
অথবা কোথাও হারিয়েছে
নেই আজ আর

তোমাকে পাওয়ার
আর্তি যায় না তবু

পথ খোঁজে
               পথ হারাবার...  ...




আবাহন,বিসর্জন


যে আসছে তাকে আসতে দাও
যে চলে যেতে চায় ---যাক্

আলো
হাওয়াবাতাস ঘেরা
এই পৃথিবীতে

আমাদের সম্পর্কগুলো
কাঁচের বাসনের মতই
ঠুনকো
          আর
                বিপদসঙ্কুল...  ...