সম্পাদকীয় : ১৪০০ সাল পত্রিকা : মাঘ সংখ্যা

শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 






সম্পাদকীয়


শীতের আমেজে দিনগুলো কেটে যাবে, কেটে
যাবে সংক্রান্তির পার্বণে, এরকম ভাবলেও তা কিন্তু
ঘটল না। আমরা অতিমারির তৃতীয় ঢেউয়ের
মুখোমুখি দাঁড়িয়ে পড়লাম। আতঙ্ক এবং অবসাদ
আবারও ফিরে এল। এই নতুন ভেরিয়েন্টের
সংক্রমণ ক্ষমতা তীব্র বুঝে ওঠার আগেই সংক্রমণ
খুব দ্রুত ঘরে ঘরে ছড়িয়ে পড়তে লাগল। আত্মীয়
পরিজন প্রতিবেশী বন্ধু কম বেশি বহু মানুষ
সংক্রমিত।

কার্যত আবার দুশ্চিন্তায় গৃহবন্দি অবস্থা। কাজ তো
থেমে থাকে না। এরমধ্যে করে যেতেই হয়, হচ্ছে।
আমরা আশাবাদী এসব কাটিয়ে উঠব। হয়তো
আমাদের আরও সাবধান হতে হবে। আশঙ্কার
সিঁদুরে মেঘ মনে রেখেও কর্মমুখর হয়ে উঠতে
হবে।

প্রাচীন ভারতে পৌষ সংক্রান্তিকে বর্ষশেষ হিসেবে
ধরা হতো। অতএব মাঘ পয়লা থেকেই শুরু হতো
নতুন বছর। ভারতের সর্বত্র পুব পশ্চিম উত্তর
দক্ষিণ ভিন্ন ভিন্ন লোকাচার অনুসারে সংক্রান্তির
উৎসব পালিত হওয়ার ধারা আজও বজায় আছে।
এ কিন্তু বছর শেষ এবং নতুন বছর শুভারম্ভের
প্রতীক। স্বাগত মাঘ।

মাঘ মাসেই সাহিত্যের সবথেকে বড়ো আয়োজন
কলকাতা বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে বহুবছর
ধরে। ছাপাখানা প্রকাশক এবং বহু মানুষের রুজি
রুটি এর উপর নির্ভরশীল। নিজের বইপ্রকাশ, তার
আনন্দ পাঠকের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য
লেখকরাও অপেক্ষা করেন। লেখক পাঠকের
মিলনক্ষেত্র বইমেলা যাতে নির্বিঘ্নে শুরু এবং
সমাপন হয় চিকিৎসক এবং সরকারি সব শর্তাবলী
মেনে আমাদের তার প্রতি দায়িত্বশীল থাকা অত্যন্ত
জরুরি। আশা করি সময় মেনে হয়তো বইমেলা
হবে। অন্তত সম্পাদকীয় লেখা পর্যন্ত খবর তেমনই।

কামনা করি প্রত্যেকে ভালো থাকুন, সাবধানে
থাকুন, অন্যকে ভালো রাখুন, নিজের নাগরিক
অধিকার এবং সচেতনতা বজায় রাখুন।