কবিতা : ঝুমা মজুমদার চৌধুরী

শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন






 






ঝুমা মজুমদার  চৌধুরী


কাঁদছে কবিতা

 ঝড়ের   ঈশান কোণ চিনিয়ে

 ঈশ্বর তার বুকের সাত নম্বর  পাঁজর টি

 রেখে গেলেন রুদ্র পলাশের রোদ ছায়ায় l

 এত প্রবঞ্চনা, তবু ভাঙ্গা পাঁজর থেকে

 একটা গাছ জন্মালো শিশির ও নক্ষত্র মায়ায়



 গভীর রাতে গাছটার নগ্ন শরীর

 প্রেমিক হয়ে যায়

 অরণ্যে তখন উড়ে বেড়ায় আদিম প্রশ্রয়

 ফুল্ল জ্যোৎস্না, খসে পড়ে দু-একটা লাজুক তারা

 একাকার জোনাকি নক্ষত্র

 জলে মাছেদের সঙ্গম শব্দ



 কিছু অমোঘ সান্ত্বনা খুঁজতে গিয়ে দেখি

 মুখ লুকিয়েছে কালপুরুষ তারারা

 এক নিরীশ্বর শূন্যতায় সেই থেকে

 কাঁদছে,  গুমরে  কাঁদছে কবিতা  l