কবিতা : সুবল দত্ত

শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 







সুবল দত্ত


ফুল ১॥       

                                                                   

রাত হলেই খলবল করে নেচে ওঠে মত্ত বাতাস

সুগন্ধি ফুলের জন্যে মানুষের বয়েসটি ধড়ধড় করে নেমে যায়

বহুভোগ্যা নারী ! তোমার সুডোল স্তনে অনেক হৃদয় সেঁটে নিলে !

পায়ের গোপন ফাঁকে লুকোলে অনেক বকুল ! উর্বর জরায়ু

কতো যে শতাব্দী এল

কাঁটা ঝোটা ফুলের তীব্রতায় অনেক আত্মীয় এল গেল

তবু সুকুমার ফুলে বার্ধক্য এল না একি পরাজয় নাকি আনন্দ

 বিষণ্ণ ফুল তুই গন্ধ বিয়োবি চিরকাল !

ফুলের বাজারে কিছু উড়ুক্কু মানুষ ঢং ঢং বেজে ওঠে ঘণ্টা

জোর শ্বাস চিপে ব্যস্ত প্রেয়ার শেষ হলে শিক্ষকেরা শিকার শেখায়

পড়ে থাকে অস্পষ্ট ফুলের গন্ধ অথবা বিষন্ন ফুল

অথবা মন্দির পথে অনিচ্ছায় ভিড় কিছু উড়ুক্কু মানুষ

পথে পথে পায়ের ছাপ ভয়ংকর বিষ ধুলো ওড়ে

তরল বনস্পতির মত চেটে নিলি হাঘরে ফুলেরা !

বঞ্চিত ডালপালা শিকড় জড়হীন

পরাজিত অসহায় শত্রুর উন্মীলিত পতাকার মত বসবাস

  

ফুল ২॥


রঙিন সিনেমায় দেখি রক্ত টিউলিপ

খুশিতে পা নাচায় আমেজী ঔরত চোখ মটকে চায়

ভয়ংকর শব্দে ঘোর বর্ষা নামে

রাস্তায়  লাইনবন্দি ট্রাক অনড় ফ্লাইওভার

জোর বাতাসে ধোসার গন্ধ ভাসে

উচ্ছেফুল কয়েকটি বেশ গর্ভবতী

এবং পেয়ারাফুল বেলা ও ডালিম আর কুমড়োফুল !

ওরা এতোই কোমল...

এমন কোমল...এতোই...এমন...

অসম্ভব অসহায়

জোর হর্নে বৃন্তচ্যুত হয়

নিঃশব্দতা খানখান করে মাতালের অশ্লীল আস্ফালনে

পুটুসের পরাগমোচন

ওদের জন্যে কি কিছুই করবে না সরকার ?

কিছু কি সংযোগের অভাব হে স্বদেশীবাবুরা ?

জোর বর্ষায় ফুলের দৃশ্যে শব্দ হয়

যতক্ষণ সিনেমায় দৃশ্যটি দেখার ততক্ষণ

তাবত্‍ আগাছায় ফুলে বাষ্পঘৃণার মোচন

মলমুত্র ঘামের বাষ্প ছেড়ে প্রতিটি মানুষ

পৃথিবীর প্রতিটি মানুষ

মাদারির খেলা খেলে

দেখে শোনে কথা বলে

হাসে কাঁদে থুতু ফেলে

এবং ঘুমায় আর মাংসের রঙিন স্বপ্ন দেখে

 

ফুল ৩॥


দূরদর্শনের পর্দায় ভেসে ওঠে কলঙ্কিত মহীরুহ শব

পেট চিরে বেরিয়ে পড়ে বন্যার হিসেব

তুমুল গুঞ্জনে এই দৃশ্যের সফল প্রক্ষেপে মরদের চোখে ভয় নামে

সেইসময় রুগ্ন খরা বহাল পাতালে কানশিরা ফুলেদের সরোষ স্বমেহনে

জ্বলে ওঠে খাদান বিদ্রোহ

সব বন হৃদয় ঘাতক সব গাছ দাহ্য ফুল উৎপাদন করে

নারীর নির্জন প্রদেশ থেকে এইবার বিশ্রামের শেষে

রমণীয় কোমল ফুলেরা সব কঠিন পুরুষত্ব লাভ করে