কবিতা : উদয়ন চক্রবর্তী

শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন





 




উদয়ন চক্রবর্তী 


শোক


শূন্যস্থান পূরণ হয়না
শূন্যে উঠে গেছে অনন্ত সিঁড়ি

কোনও আবদার নেই
ব্যর্থতাও দাগ কাটে না
একটা বয়স্ক বটগাছের অনিঃশেষ ব্যথা
ছোট হতে হত‍ে নিজেকে খোঁজে
ধুলো জমে যাওয়া ক্যানভাসে

একটা একটা করে ছবি আঁকা হয়
ছবি হয়ে ওঠে যাপনের ভেসে যাওয়া 
ক্রমশ ব্যক্তিগত হয়ে ওঠে সময়

শোকাহত যারা কোলাহল সেরে ফেরে
শোক ঝুলতে থাকে দেওয়ালে টাঙানো ছবি হয়ে ধূলো জমার অপেক্ষায়।