কবিতা : রঞ্জনা ভট্টাচার্য্য

শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 






রঞ্জনা ভট্টাচার্য্য


নীলরঙ চুঁইয়ে পড়া চিঠি


সময় যখন আসবে তখনই পাবে 
নীলরঙ চুঁইয়ে পড়া চিঠি। 
হুইস্কির ভিতর তুমি চুবিয়ে নিচ্ছ বিকেল শরীর, 
নেশাগ্রস্ত গোলাপি রঙের খাম ভাঙা সেতুর কাছে  এক পরাজিত সৈন্য। 
যতদিন যায় গোলাপি রঙের গায়ে আঁশটে খিদের গন্ধ লাগে। 
সোনালি তরল রাত তুলসী মঞ্চের প্রদীপ এক ফুয়ে নিভিয়ে দেয়। 
নক্ষত্রের নেকলেসে সেজে থাকা রাত
ভুলিয়ে দেয় তুমি কি ও কেন? 
মাঝে মাঝে কয়েকটি বিষণ্ণ তারা উঁকি মারে। 
তোমার সুখেরা সামগ্রী হতে হতে ভুলে
যায় গান। 
তুমিও কবে আসবাব হয়ে গেছ  পানীয় আর আহারের গুণে।  
আলো জ্বালাতে গেলে  তুমিও   বারুদ ।
স্তূপাকার জিনিস মনখারাপের হাত ধরে খোঁজে দেশলাই 
আর গোলাপি খামের থেকে চুইয়ে পড়া একফোঁটা নীল রঙ।