কবিতা : নীহার জয়ধর

 




  উত্তর তিরিশ

                                    

নীহার জয়ধর


যদি ব‍্যবচ্ছেদের কথা বলো,

এক এক গাছে এক এক সময় পাতা আসে

ফুলের হিসাবে আসতে পারে কালো ভ্রমর

বারোমাসি ফল হয়ত একটু বেশি দরকারি

যোগান আর আর ব‍্যবহারে অভ‍্যস্ত শব্দবাজার।

              

এবার তাহলে আমি তিরিশোর্ধ,

ফাল্গুন আমায় ক্লোরোফর্ম ও ডিসেকশন বক্স দেখায়

পুষ্পধ্বনু নির্মিত হতে হতে দল খসে যায়

পুরাতন বিষ তবে কোনমুখে ধোব,

যদি কিছু মধু থেকে যায় গর্ভকুহরে ?

               

ঠোঁটের উপরে সবুজ রেখা পঞ্চম শ্রেণি

শিক্ষকও মাঝে মাঝে বলতেন,শিং ভাঙা নাকি

খুব গোপন রাখতাম মাটি ও শিকড়

শিং নয়, ইস্কুলের কথা ভাবি ।

           

এখন কবিতায় পাকা লাউ বা শাল হয়ে যাওয়া মূলা

কচি শাক নয় শুধু বীজ বুকে থাকি

উত্তর তিরিশে নির্বীজ হবেনা কবিতার দেশ

ব‍্যায়াম করা সরেস হাঁটুতে নারীর পায়ের কাছে বসি

              

কোন দুরূহ ফুল যদি তুমি চাও, পরীক্ষা প্রার্থনীয়

দেব, হৃদয়-ঋদ্ধ কবিতা, বালামের ভাত,

নদীর জলে হাত মুখ ধুয়ে, পল সামর্থ ছড়িয়ো।