গুচ্ছ কবিতা : বিকাশ চন্দ

 





বিকাশ চন্দ

----------------

ঘাস

ঋণ রাত্রির শরীরে বাজে না সুর
বীণার অমল তারের রাগে,
পালিত সময় সারা রাত শূন্যে ভাসে
লগ্ন হীন সময় দেখালো চন্দ্রকলা। 

আমি যাদেরকে চিনি তারা জানে
রথ পথে দাগ লাল মাটি আঁকা
উৎস মুখের আলোতে ভালো দিন দাঁড়িয়ে, 
জীবন মৃত্যু পথ জুড়ে হিম সময়
মাটির নাম চাষির নাম ধূমকেতু জানে
নদীর নাম মাঝির নাম জানে উৎস মুখ,
জল মাটি শস্য জানে মানুষ মানে হৃদয়---
নির্বিকার দেখে আক্রোশে সেটারই অবক্ষয় ! 

সকল নদীর মোহনা জানে গ্রামের সীমানা
তট রেখায় হাড় মাংস মজ্জার মরণ মহড়া
আহত দিগন্ত জানে জীবনের শেষ বেলা
গাঢ় মেঘ রঙে ভয় মিশে জীবনের নীলে। 

স্রোতের মুহূর্ত দিন জানে রাতের গ্রহণ কাল
সকল নদী চাতর জুড়ে চাঁদ ছায়া কালো ঘাস। 

শেকড় 

আপনি কতটা বোঝেন মানুষ আর শস্যের গড়ন,
সকল মানুষেরা বাঁচে কোন না কোন শস্যের দেশে---
পরাগ ফুলে সৌহার্দ্য বোঝে শস্য কণার ইন্দ্রিয় 
অক্ষরের ভেতর তখন জাগে চূর্ণ শব্দ মালা,
আলোর উৎস খুঁজে ফেরে বীজের অঙ্কুর---
জন্ম শপথে আত্মা জানে হৃদপিণ্ড দেখা। 

অন্ধকার নামার আগে পাখিদের ফেরা কলস্বর
শরীর ও বুঝেছে আশ্রয় আচ্ছন্ন পায়ে পায়ে পিছু টান,
বাঁশ বনের হাড় মড়মড় আর জোনাকি নাচের মহড়া---
বাঁয়ে ডাঁয়ে সাপ শেয়াল রাতে ওড়া পাখি, 
ভূস্বর্গ আর কত বাকি দু'পাঁজরে বাঁধা জ্যান্ত প্রাণ
চেনা উষ্ণতা ও মাটির বুকে আদর ছোঁয়া 
নিবিড় শস্য বোনা। 

ভালো ভালো গাছের ভেতর গুলি ফোঁড়া শ্বাসরুদ্ধ গাছ
বনস্থলী সাক্ষী আছে জানে বিদীর্ণ বুকের গল্প,
শ্যামল পৃথিবী জানে প্রাণ প্রাণী অসুস্থ সময়
ঋতুবতী ফসলের ঘ্রাণ শাদা ডানার আড়ালে 
উষ্ণতা বোঝে শেকড়ের টান। 

ক্ষত

এখন সকল দেবতার আশ্বাস পাড়ার মোড়ে 
অচেনা বাঁকা পাথরের ঘাড় জুড়ে ফুল সিঁদুর
পুরোনো গাছেদের ও এখন পৌরাণিক দায়
ছাল চামড়া হারিয়ে নির্বিকার অসীম ক্ষমায়। 

ওসমানের কুঁড়ে ঘর চেনে ক'টা চড়ুই বারোমাস
একই রকম দিন কাটে রুইদাসের ছন্নছাড়া ঘর
ভালোই চেনে সুখী জোড়া শালিক,
অদ্ভুত সুখের ওড়াউড়ি চতুর্দিক ফুলে ফুলে কল্লোলে 
খোলামেলা বাজারী মানুষ হরেক কিসিমে’র বেচা কেনা
রুইদাস ওসমানেদের চিরকাল শূন্যে পড়ে থাকা। 

শূন্য ঘণ্টার কদর বড় খুঁজে আনে প্রত্ন গর্ভ প্রাণ
আশ্রয় হীন সীমান্ত প্রদেশ এখন জ্যান্ত খোঁয়াড় 
ভারত আত্মার কথা ইতিহাস ময়---
এখন শূন্য মাঠে মন্ডপে মন্ডপে বোতাম ছোঁয়ার গান। 
সাপ থেকে দড়ি দড়ি থেকে বাঁশ বাঁশরি সুর গোপন প্রণয়
এ মহড়ায় খাদ্য নয় ক্ষুধা নয় লীলাময় ধর্ম বকলমা,
জিঘাংসা ঢেকেছে মুখ কি সুন্দর অশোক প্রণতি---
পুরোনো ক্ষত আড়ালে জ্বলে সর্বক্ষণ হৃদয়ের সত্যি টুকু ছাড়া।