কবিতা : বন্যা ব্যানার্জী

 






বন্যা ব্যানার্জী

নবজন্ম


কুয়াশার পথ ধরে রোজ আসে পাখিটি
বারান্দার এক কোণে পাতে ঠাঁই।
ও কি পথ ভোলা! না কি দলছুট!
নিবিড় একাকী জানলার পাশে শীতের উৎসব।
পাতা ওল্টাও পাতা ওল্টাও মুছে নেওয়া স্মৃতি।কত পথ হেঁটেছ জন্মান্তর! 
গুনে গুনে কত দেশ কত লুপ্ত নদী পেরিয়ে থেমেছো মাতৃ জঠরে।
পাখি জন্ম নয় তোমার।দুহাতের মুঠোতে রাখা পারাবারের আলো।
ক্ষয়িষ্নু শিকড়ে আছে প্রণয় প্রস্তাব- ঘর বাঁধো মানুষ জন্ম।
ডানা মেলে পরিযায়ীই,শুধু পড়ে থাকে রামধনু পালক।