গুচ্ছ কবিতা : দীপক কর

 






দীপক কর


এস. ও. এস.
------------------

প্রিয় কবিতা,
খুব বিপদে আমি। ভীষণ অসহায়।
তোমার হাত বাড়ানোর অপেক্ষায়।
         আমার খুব প্রিয় আপনজন
কী ভালোবাসে আমাকে
পারবো না বোঝাতে। ভাবনার মানচিত্রে
খুঁজে পাবে না কোথাও।

আজ সকালে হঠাৎ ফোন।
তা'র চাওয়া: তোমাকে।
আমি নিঃস্ব। শূন্য ভাঁড়ার।
আসবে বাঁচাতে?

চেয়ে আছি মুখপানে: দু'জনের।
---------------

আলো নাই
----------------
(A pessimistic reality)

কী দুর্ভাবনায় কাটে সারাটা দিন
সীমাহীন আঁধার অন্তহীন অসীম
আশার আলো কোন মহাকাশে
বিপুলা পৃথিবী ধূসর ফ্যাকাসে
ঘাটে ঘাটে বাঁধা বিষাদ তরণী
চাপা উৎকণ্ঠা: কি জানি! কি জানি!

আমরা-তো এসেছি এ পৃথিবীতে কবে
নবীন প্রজন্ম কী হবে! কী হবে!
ভেবে পাই না পথ খুঁজে বেড়াই
পৃথিবীতে আজ আলো নাই! আলো নাই!
------------