গুচ্ছ কবিতা : গৌতম সাহা

 




গৌতম সাহা


অস্ফুট

মনে হয় প্রতিদিন
একটু একটু করে
বটের ঝুড়ির মতো
নেমে আসেন ঈশ্বর
আর আমরা চমকে চমকে উঠি
এই যে গরম পাত্রে হাত দিলে
গরম লাগে
কিংবা বরফে কামড় দিলে
দাঁত শিরশির করে
মানে তিনি এসেছেন
আমরা তাঁকে নিতে পারছি না



না - বলে পারলাম না

ফোন পেলাম সঞ্জীবদার , গৌতম
এবার লিখলে কবিসম্মেলনে
আমি তো শুনেও যেন শুনছি না
চেনা গলা একই কণ্ঠস্বর
তবু ভাবছি কী  করে সম্ভব
হিমঘরের ওপার থেকে সন্দেহভাজন
এই গলা
আবার চেঁচিয়ে বলছেন সঞ্জীবদা
কি গৌতম শুনতে পাচ্ছ না
আমি সঞ্জীব ,সঞ্জীব প্রামানিক বলছি



অনাবিস্কৃত

আঙুল  ছুঁয়ে ছুঁয়ে তুমি আমার
অপরিমেয় ব্যথা মুছে দিলে
কে তুমি আমার
ব্যথা ছুঁয়ে ছুঁয়ে
মেঘ মুছে দিলে আমার
মেঘ ছুঁয়ে ছুঁয়ে কান্না মুছে দিলে

ছায়া পড়ছে তবু মন পড়ছে না
প্রহরে প্রহর জুড়ে যেন জলজ প্রাণী
বর্ষাকালের কোনো ভয় জেগে নেই