তোমার চোখের তারায়
----------------------------------
লিপি সেনগুপ্ত
তোমার চোখের তারায়
ভেসে উঠছে আজকের সন্ধে
হাজার আলোর রোশনাই
হাজার মানুষের কলরব
সব কিছু ছাপিয়ে
তুমি যখন কিছু বলতে চাইলে
বাতাস থামিয়ে আমিও উৎকন্ঠিত প্রতীক্ষায়
তা কি বুঝেছিলে?
কি বলতে চেয়েছিলে তুমি ?
"পাখির নীড়ের মত চোখ তুলে "!
তোমার চাপা ঠোঁটের ভাঁজে
তোমার চোখের পাতায়
বাঁকানো ভুরুর দ্রাঘিমায়
সব....সব কিছু মুখর সেই সন্ধ্যারাগে
অথচ দ্যাখো, প্রথম আলাপের আল্পনায়
যে অদৃশ্য নকশা তুমি আঁকলে
তা'ই বুকপকেটে নিয়ে
কেমন চলে এলাম!
এমন চলে আসা কি আমাকে মানায়!
তবু.......
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন