গুচ্ছ কবিতা-পার্থ সারথি চক্রবর্তী

 





বসন্ত বিষয়ক 

পার্থ সারথি চক্রবর্তী 

(১)

কত স্বপ্নই তো বোনা ছিল-
মনে মনে, শুভক্ষণে 
গুনে শেষ করা যায় না!
কত কিছু তো হারিয়ে যেতে থাকে
ইচ্ছা অনিচ্ছায বেড়াজাল পেরিয়ে
অন্তরীক্ষের অদৃশ্য যানে এক চিহ্ন রেখে আসা-
এক প্রত্যুষে,
নদীকে সাক্ষী রেখে
ছেঁড়া স্বপ্নকে সেলাই করতে করতে।


(২)

জীবনের প্রতি বাঁকে ওত পেতে থাকা
                                               মায়া- 
মায়াঘেরা এঈ মায়াবী প্রান্তরে 
ছাপ রেখে যায় কত স্মৃতি 
কত জল বয়ে যায় মনের নদীতে
তবু নতুন, কিছু নতুনের খোঁজে 
বারবার বিবাগী হয় এই মন
                                 বসন্তের মতো
খসে যাবে জেনেও সেজে ওঠে
                                 নব নব সাজে



(৩)

আকাশ ছেয়ে গেছে আজ  পলাশের রঙে 
বাতাসে যেন এক চেনা উদাসীনতার ছাপ
শীতের ছেড়ে যাওয়া পোশাকে-
গা গলিয়েছে বসন্ত, চিরবসন্ত।
ঝরা পাতার নিচে দলিত হয়ে যায় 
স্মৃতির ক্যানভাসে আঁকা ছবিগুলো-
একে একে,  নতূন ছবি আঁকা হবে ব'লে।
নতূন ভোরে আবার জেগে উঠবে প্রাণ
কোন এক জাদুকরী ছোঁয়ায়-
মধুর ছন্দে, জীবনের গন্ধে।