কবিতা : এবাদুল হক

 





 পিপাসারা পোড়ে জলে ও স্থলে।। 

এবাদুল হক

নদীরও কি তৃষ্ণা ছিল 
এত স্রোত, এত উত্তাল ঢেউয়ের কলরোল 
অন্তর্গত ক্ষরণের নিষ্ঠুর  আবেগ 
এক সমাপ্তি বিহীন ব‍্যাকুলতা 
সে কথা কি নদী জানে অথবা নদীর দীর্ঘ তীর।

কোন কোন দৃষ্টিরেখা অবিকল নদীর মতন 
কাছে আসে দূরে চলে যায় 
যেই তুমি হাত দাও জলে 
বিষণ্ন নম্রতা তার ভেঙ্গে পড়ে 
ভেঙ্গে পড়ে ঢেউয়ের খিলান।

গভীর তৃষ্ণায় তুমি ফিরে যাও নিজের বাগানে 
প্রতিটি বৃক্ষের কাছে প্রার্থনা কর জল 
নদীও বৃক্ষের কাছে আসে 
তৃষ্ণা মেটেনা কারো 

এক সমাপ্তি বিহীন ভালোবাসা 
পুড়তে থাকে 
জলে ও স্থলে 

পিপাসারা পোড়ে জলে জলের খুনসুটি 
বাজে মনের গভীরে 
পিপাসারা পোড়ে স্থলে আগুন দহন। 

যারা পোড়ে আগুনেও পোড়ে বৃষ্টিতেও পোড়ে 
পিপাসা চন্দন কাঠের সুগন্ধ মেখেও পোড়ে।