কবিতা : মঞ্জু বন্দ্যোপাধ্যায় রায়

 






প্রতিশ্রুতি
-------------
 






হে উদ্যম  কেন প্রশমিত হলে?
দাউ দাউ জ্বলা আগুনে  নেই কোনো উত্তাপ
মনের মর্মে জ্বলে দাবানল
বাদ সাজে দিনক্ষণ।

দাপিয়ে বেড়াবে যৌবন চঞ্চলা
কেন  ভাগ বসাবে নতুনের দল ?
শিখে নাও  সমস্ত  কারিগরি কৌশল
শিরদাঁড়াটায়  যেন থাকে বল।

আমি হতে চাই চঞ্চল , আমি  যৌবন মদে মত্ত
তামাটে  কুঁচকানো দেহে কত বিতর্ক কত দ্বন্দ।
নেতিয়ে পড়া বুকের খাঁজে পাহাড় সমান
ধিকিধিকি জ্বলে  তুসের  আখ্যান।

রাত কেটে যায় দু চোখের পাতায়
বড় অসহায় একলা হাহাকার।
জোৎস্নাময় হৈচৈ আনন্দ কলতান
আরো একবার ফিরিয়ে দে যৌবনা মখমল। 

জায়গা ছেড়ে দেবো হাসিমুখে
বার্ধক্যের ভ্রূকুঞ্চন উড়িয়ে হোক ধূলিধূসর। 
শেষ দিন পর্যন্ত  পৌঁছাক  স্নিগ্ধ চাঁদের মায়া
হোক প্রতিশ্রুতি সবুজে থাকার ছায়া।

####################