অগ্রহায়ণ সংখ্যা-গুচ্ছ কবিতা :সুজল সাহা

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন

 | ১৪০০ সাল পত্রিকা











নয়ের দশক

খাল-বিল নদীপথে কত জল দূরের আকাশে লীন। 
নিভৃত পিপুল শেষ বিকেলের ছায়াময় এই কানাগলি।
 টালমাটাল নয়ের দশক মাধুরী দীক্ষিত পোস্টকার্ড
 একগুচ্ছ অন্ধকার হাতে বেপরোয়া নীল শতদল।


অলীক

বদলে যাওয়া সাগর পারের অলীক নুড়িপাথর।
ডাকের সাজের রহস্যময়ী। লাল গোলাপের মায়া
জলতরঙ্গের বিদ্যুৎ শিহর জাগে। নগ্ন বাথটাবে গোপন অঙ্গের তিল
 মোহময় সাবানের ফেনা। আকাশমণির সমস্ত দুঃখ ভুলে
 দেখি নদীসংলগ্ন মানবজমিন।


প্রান্তিক চায়ের দোকান

ফুটন্ত জলে ভাসে অন্যমনস্ক চাপাতা। রোদে পোড়া মুখে
 অবিকল ঈশ্বরের ছায়া। সংলগ্ন রাবার গাছের তলায় নিয়মিত আড্ডা।
 প্রান্তিক চায়ের দোকানে ফুরায় অর্ধেক জীবন। তবুও 
প্রতিটি চুমুকে নিজেকে অপরাজেয় মনে হয়।