মানস চক্রবর্ত্তী
বিষাদ নড়ে উঠলে
আমার সুন্দরকে বলা হলো না 'ভালো থেকো' |
আর বলা হবে না, 'চলো জ্যোৎস্না ফুটেছে গান গাই |'
চাঁদ, সুন্দর, ধূ ধূ রাতে এখন শুধুই বাগেশ্রী |
আকাশ চুপচাপ, দুখি জোনাকি, নিভু স্পন্দন
সম্বোধনেও লেখা হবে না 'প্রিয় মাধবী'
আর কোনো দাবী-দাওয়া নেই, সামান্য আদরকণাও
তবুও কাঞ্চন ফুল দেখলে, হলুদ রঙ দেখলে,
আমার বিষাদ নড়ে চড়ে ওঠে
'জন্মদিনের আমি'র মতো ফুরফুরে লাগে
গুনগুন করে বেরিয়ে আসে
'তুমি মোর পাও নাই পরিচয় ....'
আহ অসাধারণ অসাধারণ অসাধারণ
উত্তরমুছুনআন্তরিক শুভেচ্ছা নেবেন | ভালো থাকবেন |
মুছুনখুব সুন্দর। মন ছোঁয়া। শুভকামনা।
উত্তরমুছুনঅপূর্ব। অসাধারণ।
উত্তরমুছুন