পুনর্মুদ্রণ : অজয় দাশগুপ্ত

শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন


 



চতুর্দশপদী
---------------

      অজয় দাশগুপ্ত
      ---------------------

সহস্রাব্দ এসে পড়ে নাকের উপরে
পৃথিবীর লালরক্ত ঝরিতেছে তবু,
আলোচনা--তর্কসভা--সব ঘরে ঘরে
জ্ঞানীগুণীদের নিয়ে; কে যে কার প্রভু!
সভ্যতার নাভিশ্বাস দিনজাপনের ক্লেদ
বিশ্বময় ইতিহাস লিখে চলে যারা।
তারাও ক্লান্তিতে শুধু খুঁজিছে প্রভেদ
সৎ আর অসতের করিতে কিনারা।

সব কিছু জোটবদ্ধ, ন্যায় ও অন্যায়
আইনের চেয়ে বড় আইনের ফাঁক;
খুনীরা তাণ্ডব করে, ধার্মিক পালায়
অপরাধ চাপা পড়ে ঘিরে মধুডাক
লুটেরার হইচই--মুশকিল আসান
সহস্রাব্দে জেগে ওঠে ঘৃণিত শয়তান।
--------
সৌজন্য: মহাপৃথিবী বইমেলা ২০০০ মাঘ-চৈত্র
              ১৪০৬