গুচ্ছ কবিতা : দীপঙ্কর সরকার

শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন


 




আলোড়ন 

-------------

দীপঙ্কর সরকার

--------------------


ঢেউ খেলে যায় বুকের ভেতর উথাল পাথাল
কেউ দ্যাখে না আমিই দেখি বদ্ধ মাতাল ।
প্রলুব্ধ হই হাওয়ায় হাওয়া সাঁতার কাটে
কেউ জানে না আমিই জানি এ বার্তা বিকোয় হাটে ।
মেঘে মেঘে গড়ায় বেলা কী আসে যায়
তাতে ! আকাশের বুকে মেঘেরা দেখি দিব্যি ঘুমায় ।
বুকের ভেতর ঢেউ খেলে যায় অজস্র তোলপাড়
কেউ বোঝে না আমিই বুঝি সে আর্ত হাহাকার ।


সমাপতন 
------------

সময় খুলে যাচ্ছে প্রতিটি বিন্দু থেকে  আলগা
হচ্ছে রোদ , ভুলের মাশুল গুনে ফিরে যায়
হাওয়া । ঈশান নৈর্ঋতে জমে মেঘ , ঘনঘোর
করাল ছায়া চারিদিকে ব্যাপ্ত চরাচর । এখনই
বৃষ্টি নামবে বুঝি নেবু পাতায় খেলে শিহরণ ;
পাখিরাও টের পায় বিদ্যুতের ঝিলিক , মেঘে
মেঘে ভীষণই গর্জন , খুলে পড়া সময়ের সঙ্গে
সঙ্গে নদীর বুকে ও লাগে ঢেউ এ এক আশ্চর্য
সমাপতন !