কবিতা : শ্যামশ্রী রায় কর্মকার

শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন


 


দেবতা 
শ্যামশ্রী রায় কর্মকার 

পথ বন্ধ হয়ে গেলে মানুষ বনের কাছে যায়
নতুন পথটি গড়ে তুলবার আগে 
বনের দেবতা খুঁজে পায়ে রাখে বিষাদ-কুসুম
পাথরকে দেবতা করে কেন? 
গাছকে কেন দেবতা করে?

সে কি বুঝে ফেলে তার মনুষ্য আকৃতি দেবতাটি 
অবিকল  তারই মতো ঝুঁকে আছেন 
সংসারের নানা দায়ভারে
ধর্মযুদ্ধে গৃহযুদ্ধে শ্রেণিসংঘাতে
ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে তাঁরও গৃহস্থালি 
ভ্রু দুটি কুঞ্চিত, মাথা গুঁজেছেন অপারগ শীর্ণ উরুতে
ঘরে ও বাইরে শত এজেন্ডার চাপে 
তাঁরও প্রাণটুকু ওষ্ঠাগত!