কবিতা : মারুফ আহমেদ নয়ন

শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন


 




প্রত্নতাত্ত্বিক
--------------
-মারুফ আহমেদ নয়ন
----------------------------

তোমাকে ভুলে গেছি, অথবা সুদীর্ঘ কাল মনে রেখেছি। মাটির গভীরে সোনার কলসি ভরা মোহরের লোভে আমি এক প্রত্নতাত্ত্বিক। মাছের মতো তোমার শরীরে কাদা মাটি খুড়ছি। তারপর জলের উৎস মুখ ধরে সন্ধান করছি, কিনারের। যেনো আমি গোপন করেছি, অন্ধকারের কাছে বিড়ালের শিকার পদ্ধতি। ইঁদুরের ফেলা যাওয়া কম্পনগুলো ধরে এগোতে থাকি। 
কেবল গর্তে এসে সব পথ শেষ হয়ে যায়। আমার ছায়া ভয়ে কাঁপতে থাকে, এক শীতের রাত্রি, আমার অবাধ্য আঙ্গুলগুলো থেকে পাঁচটি অজগর নেমে যায়, তোমার শরীরি বনভূমিতে। তুমি তো চিরকাল অন্ধকার, তোমার মুখশ্রী কখনো দেখেছি কি না মনে পড়ে না।

শরবিদ্ধ একটা ঘুঘুর মৃতদেহ জুড়ে পোকা মাকড়দের বিলাপ তোমাকে মুগ্ধ করে না। মাটির গভীরে পচতে থাকা একটা ফুলের ভ্রুন, তোমাকে কি বলেছে কখনো, কতটা অবহেলায় বিষধারক একটা শামুক বালিতে মুখ রেখে পড়ে থাকে, ভেতরে ফলে তার মুক্তার পাহাড়।