গুচ্ছ কবিতা : মৃণালকান্তি দাশ

শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন


 




ডায়নোসর 

মৃণালকান্তি দাশ 

তখনও বেঁচে ছিল ডায়নোসর,
তখনও গুহা-সুখে আদম-ইভ ।
তখনও দিনরাত তুমুল ঝড়,
তীব্র আক্রোশে দেখাত জিভ ।

তখনও নদী নেই, বর্ষাকাল,
তখনও রাতশেষে পাখির শিস,
তখনও নুয়ে পড়া গাছের ডাল কুসুম 
ফোটাত না অহর্নিশ ।

তখনও কথা নেই, ইঙ্গিতেই,
তখনও বিষ নেই শত্রুতার-
তখনও বন্ধুর বার্তা নেই
পৃথিবী পোড়া এক অন্ধকার  !

তখনও বেঁচে ছিল ডায়নোসর,
এখনও মনে-মনে ডায়নোসর  !
----------

মুক্তদলে রুদ্ধদলে

তুমি যখন আকাশ লেখ
রুদ্ধদলে, মুক্তদলে-
আমি তখন কান্না লিখি 
অন্ধকারে, মফস্ সলে ।

ঝিমিয়ে পড়া রাতের আলো,
যায় না দেখা স্রোতস্বিনী ।
তুমি যেমন স্রোত চিনেছ,
আমি কি আর স্রোতকে চিনি !

তুমি যখন দুঃখ লেখ,
কষ্ট লেখ অন্ত্যমিলে-
আমি তখন যন্ত্রণাকে
আটকে রাখি শক্ত খিলে ।

তুমি যখন ভরিয়ে রাখো,
ছড়িয়ে পড়ো অনুপ্রাসে-
আমার কেন রুদ্ধদলে
কান্না আসে ! কান্না আসে !