গুচ্ছ কবিতা : শ্যামাশ্রী মুখার্জী

শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন



 







পারাপার

শ্যামাশ্রী মুখার্জী

 

অভুক্ত স্রোতের টানে আওয়াজ মাপা হয়

ধক্ ধ্‌ক্ তীব্রতারেখা বেসামাল নদী —

 

চরা ও ভাটায় ম্যাজিকবিন্দু স্রোত

আশাবরী কম্পাঙ্ক জুড়ে জন্মদাগ সেতু

 

সীমা ও অসীমের বর্ণমালা সাজায়

অনন্ত পারাপার

 

 

বিচ্ছেদরেখা

 

২০১৬-র ৯ই ফেব্রুয়ারি —হলুদ এজলাস

কড়িবরগার উপুর করা বসন্তে

চৌচির ফাগুন

 

বাসিবিয়ের গন্ধে চিন-চিনে ব্যথা

আমাদের যত্নে সাজানো দাম্পত্যে

বিচ্ছেদরেখা —

 

অনন্ত কথোপকথনে ঠিকরে পড়া আলোয়

আবিল যাপনচিত্র — ‘ভালো থেকো’

 

এক জন্মে শেষ না হওয়া কথোপকথন

ভেসে-ভেসে যায় জন্মান্তর স্রোতে

 

 

জলবায়ু


কতবার ভেবেছি ফিরে যাব ভিন্ন গ্রহে

ছেড়ে দেব হাত

মুখ ঘুরিয়ে —

ভিজিয়ে নেব অন্য সকাল

 

ততবার, ঠিক ততবার

চৌকাঠ পেরিয়ে খুঁজেছি

নীলবিন্দুতে মাখা সোহাগি চাদর

বৃষ্টির তীক্ষ্ন ফোঁটায় ভিজে যাওয়া কম্বলওম

 

সময়ই ফুটিয়েছিল শিউলির রোদ

 

ক্ষমার কোনো প্রতিশব্দ রাখেনি

জাগতিক জলবায়ু