গুচ্ছ কবিতা : পৃথা চট্টোপাধ্যায়

শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন


 


জ্বর সিরিজের কবিতা ,২০২০

পৃথা চট্টোপাধ্যায়

জ্বর ১
---------

জীবনের ক্লান্তিহীন  দিনগুলো
ক্রমাগত বালি জমে মুক্তো হয়
মাথার গভীরে গলে মোমবাতি

পায়ের চিহ্নেরা সব ধুয়ে যায়
চুপচাপ আয়ু হাঁটে সারবদ্ধ
যূথবদ্ধ মাতঙ্গের নীরবতা
অনিচ্ছায় চলে যায় কারা ধীরে
সূর্যটা উত্তরে বেশি হেলে গেলে
বুঝলাম শীত এলো বাড়াবাড়ি

এই জ্বর শতাব্দীর তৃষ্ণা আনে
হাপরের সাথে নামে  ওঠে বুক
ক্রমাগত পিপাসার জল নেই
অনেক অনেক দূরে  কারা কাঁদে

সেখানেও জল নেই, জলাশয়ও নেই


জ্বর ২
---------

মাথার মধ্যে তীব্র যন্ত্রণা
হরিণের শিং এর তীক্ষ্মতায়
ছড়িয়ে পড়ছে স্নায়ু কোষে
মনে পড়ছে না কিছু আজ

বারবার তোমার ছবিটা
চোখের সামনে ভেসে ওঠে

চলন্ত গাড়িতে চলেছিলে
পাশে পাশে ছুটছে পাহাড়
নিচে নদী খরস্রোতা তিস্তা
বিতস্তা সেও কি ছিল সাথে ?
মনে নেই ? কোনো মানে নেই

ওখানে বিতস্তা নেই  জানি
বিপাশা কি ? গোলমেলে জট
যাই হোক পাশে ছিল কেউ
এখানে অঘোরে জ্বর আসে
মাথা ছিঁড়ে খায় জ্বর ঢেউ

জ্বর ৩
---------

এবছর জ্বর হয়েছিল
অনেকের এক ধারা জ্বর
আমার জ্বরের রাতে কাল
কমলিকা এসেছিল কাছে
বিছানায় ঘেঁষে বসেছিল
বারবার বলেছি ছোঁয়াচে
ব্ল্যাককফি চেয়েছিল খেতে

কড়ির মতন সাদা হাত
কপালে ছোঁয়ালো আর দেখি
আঙুল ছিল না কোনো তার

বলেছিল, 'ভুল করে আসা
এ শহরে নতুন এসেছি
রাস্তায় বেরোতেই অদ্ভুত
রাস্তাটা শেষ হলো এইখানে'...