কবিতা : জাহাঙ্গির আবেদিন

শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০২১ /
ফেসবুক-এ শেয়ার করুন /
টুইটার-এ শেয়ার করুন


 




অপারগতা
----------

জাহাঙ্গির আবেদিন
---------------------------

কথা না রাখলে তুমি রাগ করো
অথচ, দেখো
যদি সব কথা মনে রাখতাম
যদি আমার একটুও ভুল না হতো
যদি আমি সবজির থলির মতো নিখুঁত
ও মুদির দোকানের ফর্দ'র মতো
অনিবার্য হতাম,
সুখ পেতে!

এই যে আমি ভুল করি,
এই যে আমি ভুলে যাই,
তোমার সামনে মাথা নিচু করে বলি,
ভুল হয়েছে,-
আর কক্ষনো প্রতিশ্রুতি ভাঙব না
কথা রাখব...

তুমি জানো-
আমি আসলে কোনো কথাই রাখতে পারব না,
আমার এই অপারগতা'র জন্যে
তোমাকে আবার আমাকে বকতে হবে...

আচ্ছা, বলো তো
মুদির ফর্দ হয়ে গেলে তুমি কি আমাকে
এমনি করে ভালোবাসতে পারবে!