কবিতা : সুপ্রভাত মেট্যা


 



সুপ্রভাত মেট্যা


তুই এবং তোর কথা



না দেওয়া কথা,
তোকে না চেনাই ভালো ভেবে কখনও আলোয় আসিনি আমি ।
অন্ধকারে পরিচ্ছন্ন একা হয়ে থাকি।
হালকা হাওয়ায় তুই সকাল হয়ে এলে
চক্ষু রঙিন হয়ে উঠবে আমার,সেকথাও ভাবিনি কখনও ।
তবু তোর কুয়াশামাস ,হিমের অক্ষরে
ঘুমঘুম হাঁটে আমার এই স্বপ্ন দুই চোখে।
মুখের উপরে মুখ তুলে দিয়ে কথা বলার বিকেলবেলা
হলুদ রোদ গায়ে মেখে সামনে এসে দাঁড়ায় ।
বলেছিলি :
           " ভাষা সে যাইহোক না কেন কথা কিন্তু সকলের এক।
           তবে অসত্য কথা ? সে প্রথম হওয়ার দিকে ছুটে গেলেই ,
           সতত বৃথা এই বেঁচে-বর্তে সৎ হয়ে থাকা আমাদের  !"