জয়ন্ত চট্টোপাধ্যায়
প্রভাত চৌধুরীকে নিয়ে কবিতা
কবিতাচাষি ||
বাঁকুড়া বললেই যাঁরা লাল কাঁকুরে মাটি দেখতে পান
তাঁদের অবশ্যই জানা দরকার বাঁকুড়ার মাটির সঙ্গে
বহুরূপতা শব্দের সম্পর্ক ফল এবং শাঁসের মতো ঘনিষ্ঠ
আপাত শুকনো ও নিরেট এই মাটি দারুণ উর্বর
যাতে জল আর বাতাস দিলেই উৎকৃষ্ট কবিতার চাষ হয়
লাউডগা হয়ে পঙ্ ক্তিগুলি দশদিকে ছড়িয়ে পড়ে।
যিনি আপডেট ঘোড়ার পিঠে কথার চাবুক চালিয়ে
ডার্বি জিতলেন তিনি প্রভাত চৌধুরী।
সাদামাঠা ভাবনার ফসল যাঁর কাছে কবিতাই নয়
কাঁকরের কঠিন ডাঙায় সাক্ষাৎকারে নোটবই ভরার সময়
মাটির কলশি চেনা অভিজ্ঞ আঙুলে টংটং শব্দ বাজিয়ে
রোপন করলেন কবিতার বীজ তাকে দিলেন রোমান্টিক জলের শুশ্রূষা
আর আনন্দের পুষ্টিরস কবিতার ফসলে গোলা ভরে ওঠে অদম্য উৎসাহ।
পটলডাঙার নাম মিলিয়ে রুফটপে সাজালেন জাদুবাগান
অজস্র ফুল আর ফসলে চেনালেন জাত,চাষির জাত
আর শব্দচাষির নিজস্ব ঘরানা
যে চাষি কোনো প্রকল্প বা অনুদানের ধার ধারেন না
তার ছবি আর গন্ধ ছড়ালো বাসুদেবপুর ছান্দার বহরমপুর বিষ্ণুপুর......
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন