কবিতা : গৌতম হাজরা

 





গৌতম হাজরা


অক্ষর


ঘরকুনো নির্জন দুপুর এখন আমার শিরায়
উপন্যাসের পাতা উলটাচ্ছে
স্থির হওয়ার আগে ক্লাইমেক্সগুলো
কতশত ঘটনার পাশে এসে বসে

হাওয়ায় হাওয়ায় তখন কত রহস্য কথা
দোল খায় বিকেল হলে
পুরানো বর্ষার ছিটের ভিজে যায় ঘর গেরস্থালি
দশকের প্রশ্রয়ে দেখি ছবি হয়ে ভাসে। 

যেন আস্ত জন্মের মাঠ
যেখানে ধ্বনি বা দেওয়াল বলে আর কিছু নেই
কেবল চাঁদের হদিশ পাই ঠোঁটের অক্ষরে!