গুচ্ছ কবিতা : চন্দ্রনাথ শেঠ

 





 চন্দ্রনাথ শেঠ 



১| যক্ষপ্রিয়া

যক্ষরাত্রিতে এসো। রাস সাজিয়ে বসে থাকব 
আমরা। তোমার বিরহী-কদম্বগাছ এক-পায়ে
খাড়া  হয়ে রয়েছে ঠায়... মাথাভর্তি পোকা 

কদম রেণুর রহস্য নিয়ে ঝরে পড়ে পাতায় 
পাতায়। আকাশে জমে ওঠে , গুহ্যকালীর 
মতো কালো মেঘ... এসো 

শীতে নিথর গেরস্থ বাড়ি। থেকে থেকে শুধুই 
ভেসে আসে রম্য-শীৎকার। এসো অভিসারে 
...অভিসারে এসো ! কালরাত্রি ভাঙো 
তৃপ্ত  হও। 


শুনতে পাও রিরংসাসংগীত ?  মুখ থেকে
বেরিয়ে 
আসছে অনর্গল : দয়া করো... 
এসো তির বিদ্ধ করি।  টেরাকোটা মিথুনেরা 
সুগভীর আশ্লেষে থাক  আজন্মকাল দু-জনে 
দু-জন 




২| গিরিধারীজিউ

১.
সেন্ট্রাল লাইব্রেরি

মৃদু দূরে--সন্ধ্যা তখনও অশ্রুত নূপুরের-বোল 
সেন্ট্রাল লাইব্রেরি থেকে পদাবলি ডানা মেলে 
নাছোড় শ্রীখোল ! 

কৃষ্ণচূড়া পাঠ করে।রাধাচূড়া...সে পদের অমৃত 
রিভিউ... 

এখনি শীতলভোগ ।  জাগিবেন 
...গিরিধারীজিউ 

২.
ভুতুড়ে কুয়াশা

ভুতুড়েকুয়াশায় মাখা সন্ধ্যেটি। টেরাকোটা 
দেখে ফেরা। ছিলেনইতো গিরিধারীজিউ 
পাশে... 
টুক করে ঝরে  পড়েছিল আদুরি লিপস্টিক। 
তারাখসা দেখেছিল রাত। সোহাগখচিত রাগে 

রাত্রির যৎসামান্য ঘাসে 


৩| মেঘে মেঘে ব্রতকথা

তুন্দ্রামেরু ভেদকরে আসে। অতন্দ্র প্রহরী সব 
পরিযায়ী পাখিদের পাশে পাশে... 
তোমাদের ঝিল ঘেঁসা গাঁয়ে জমায়েত ...মুখে
লেগে বরফ গলানো যত  কুঞ্জভাঙা  গান 
শীত শীত চোখ সব কুঁচলাল

চিলের পালকে লিখে রাখে মেঘ  পাখিদের 
হিজিবিজি... 

দু-ফোঁটা গড়িয়ে পড়ে --আউসে-আমনে  


৪| ছবিতে গোপাল ঘোষ  

গোপাল ঘোষের ছবি হয়ে ফুটে আছে কা'দের 
বাগান... 
ভোরের স্নিগ্ধ আলো বেলোয়ারি পাতায় 
পাতায় গেয়ে যায় রেওয়াজ--এর গান ! 

খুব মনে পড়ে : কুয়াশায়  ঝরা ,   ফুল-বুনু 
বর্ষাস্নাত বাগেশ্রী গলায় , জড়ানো তোর  
গোটা দশ 

বছরের রাত। টের পাই দু-হাতে শিকরের 
অন্ধকারে , মধ্যরাত শিশিরেতে ধোওয়া। 
গায়কি মিলিয়ে দেয়--- উভয়ের গলা... 

ভোরের কুয়াশা আজও অস্পষ্ট অবলা