দুটি কবিতা : শুভদীপ দত্ত প্রামানিক


 




 শুভদীপ দত্ত প্রামানিক 



শিবলিঙ্গ

 

গর্ভে লবণ পিরামিড 
পিরামিডের পাদদেশ থেকে তুলে আনি 
                            শিবলিঙ্গ - বিদেশি ঋষি
কাঁদছো কেন পুঁটলি 
জল নয় স্থলে নারী আচার
আমি ফিরে আসি গিনিপিগ ও শস্যরন্ধ্রে । 

আমার কোনো নরম স্বাদ নেই !  আপনি তো মহাদেব । 
দিন না অন্নপূর্ণার ব্যাগ । 




নিউক্লিয়াস 



আদিম গান ছুড়ে দি খাদ্য ও স্বাধিকারে
গোলাকার অহংকারে তৃষ্ণা ভাঙে তৃষ্ণার ওঙ্কার 
খাদ্য নিউক্লিয়াস পথ
রূপ শিকার করে ফিরছে নাস্তিক পদ্ম । 

পীঠে দেবী ও মানুষের স্পর্শ 
স্পর্শ করো কৃপা - অনুবাদ 
হৃদয় খুলে দাও 
মগ্ন ফার্ণ নির্ভার । 

এই
সংসারে
মহা ওঁ থেকে
কুড়িয়ে নি 
চতুর্থ নয়নের মধু ।