কবিতা : প্রকাশ ঘোষাল

 








প্রকাশ ঘোষাল 


দেয়ালের গল্প 

একটা দেয়াল দাঁড়িয়ে আছে অন্য একটা দেয়ালের পিছনে।

এসো কাঠের চোখ-
প্রিয়তমাসু আলোয় তোমাকে বিউটি পার্লারে নিয়ে যাই।

অন্ধকার ছাড়া সত্যি কারের কোন আলো নেই বলে
মধ্যরাতে দেরিদা'র কক্ষপথে ঢুকে পড়ি
দেখি-
প্রতিটি জীবন এখন ভীষণ সাংকেতিক 
সুন্দর বিনির্মাণ পেরিয়ে জিরাফের ভাষায় কথা বলছে আমাদের ঈশ্বর কণা.........
মৃতজীবীর আয়নায় আজ আর কোন শোকপ্রস্তাব নেই।