দুটি কবিতা : গৌতম হাজরা

 






গৌতম হাজরা


তুমুলভাবে

তুমুলভাবে ভাবতে হবে, ভাবতে ভাবতে লিখতে হবে
ভাবের ঘরে অভাব হলে ব্যাপকভাবে ভাবতে হবে
ভাবতে হবে জানতে হবে লিখতে হবে ঘরের কথা
বুঝতে হবে শুনতে হবে জানতে হবে সব বারতা
নিজের মতন ভাবতে হবে আগুন হয়ে বোঝার ভাষা
আলোর কাছে কালোর কাছে খেলতে হবে শকুন পাশা
দেখতে হবে দেখার মতো ধৈর্য ধরে নতুন কিছু
ধুলোর মাঝে খুঁজতে হবে ছুটতে হবে পিছুপিছু
তা না হলে ভাবের ঘরে কিস্যুটি নেই মিস্যুটি নেই
বুঝলে ভায়া, তুমুলভাবে তাইতো দে টান 'হেঁই-হো-হেঁই!

ভাঙ্গা গড়া

কোথায় হারালে তোমার অশ্রুপাত
কোথায় রাখলে পোড়াসময়ের গান? 
তবে কি সেসব লুকানো দীর্ঘশ্বাস
ফেলে আসা সেই সোনালির সন্ধান? 
চারিদিকে দেখ শুকিয়ে যাচ্ছে নদী
বুকের সাগরে কোথা গেল সেই ঢেউ? 
যদি মনে করো এড়ানোতো গেছে সব
ভয়ে ভয়ে মুখ খোলে কি এখন কেউ? 
তবে কি তুমি সবকিছু মেনে নেবে
যদি মেনে নাও আর নয় ফেটে পড়া
সন্ধিতে তবে হাত মিলিয়েই দাও
এলোমেলো হোক জীবনের ভাঙাগড়া!