কবিতা : জয়ন্ত চট্টোপাধ্যায়





 




জয়ন্ত চট্টোপাধ্যায় 


আপেল  

বেলা আটটায় আফেল......  কাশ্মীরি আফেল..... বলে লোকটি হাঁক দিলে
স্নানঘরের দেয়ালে ফোটে দি ওরিজিনাল সিন
ইডেনের দুটি পুতুল বেশ জেগে ওঠে.....
তাদের নাম আদম ও ইভ

দুটি মোম-মার্জিত আপেল হাতে দাঁতের ঔচিত্যবোধ পিছল সিঁড়ির কুহক
স্বর্গের গর্ত গলার আগে আদম ও ইভের ক্ষুধার্ত দাঁত এনামেল আয়নায়
মুখ দেখে হেসেছিলো কিনা জানা নেই
তাদের ব্যর্থজন্মের পটচিত্রে ফুল্লরার বারোমাস্যা
গায়িকার গাঢ়কণ্ঠে ব্যক্তিগত খেদ
ছেনে গান হয়ে যায়

আপেল স্বর্গোদ্যানে হলেও ঠিকুজিময় ঘোর নারীগন্ধ পাপ আরোপণ
পবিত্রবর্ণ কচিহাতে লিবিডোতত্ত্ব লেখা,কামনা কি অপবিত্র?
প্রিলোডেড শর্তে অমোঘ শৃঙ্গারও বৃষ্টি ধোওয়া ফুল

দুষ্টু আপেলটি নিউটনকে চোখ টিপে কিছুদিন পড়ি পড়ি করেছিলো
যুগবদলের ফাঁদে পড়ে যাওয়াই ঘটনা বাকি সব অন্ধকার

ভুল নামে ডাক বা দাঁতের শাসানি সে আজও  এক শর্তাধীন ফল
দুষ্টু মিষ্টি লোভনীয় এবং প্রণোদনাময়....  প্রয়োজনে ঈ-কার দিয়ে নিতে হয়।