ভালোবাসা রাফায়েল নাদাল : চন্দ্রদীপা সেনশর্মা

 







চন্দ্রদীপা সেনশর্মা


ভালোবাসা রাফায়েল নাদাল


মেলবোর্ন পার্কে রাফায়েল নাদাল অস্ট্রেলিয়ান ওপেন জেতার সঙ্গে সঙ্গে লন টেনিসে পুরুষ
বিভাগে সর্বোচ্চ ২১টি গ্র্যান্ডস্লাম জেতার কৃতিত্ব অর্জন করলেন। নাদালের প্রতিপক্ষ ছিলেন দানিল
মেদভেদেভ। ফেডেরার নাদাল জকোভিচ আধিপত্য দীর্ঘ সময় ধরে টেনিস কোর্টে, বিশেষ
করে গ্রান্ডস্লামে আমরা দেখে আসছি। ২০২১ ইউ এস ওপেন ফাইনালে ৬-৪, ৬-৪, ৬-৪ স্ট্রেট সেটে
জকোভিচকে হারিয়ে, ফ্রেঞ্চ ও অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে, রাশিয়ান মেদভেদেভ
বিখ্যাত তিন ত্রয়ীর সঙ্গে আলোচনায় উঠে এলেন। এটিপি র‍্যাঙ্কিং-এ তিনিই একনম্বর।

২০২২ অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে নাদাল বনাম মেদভেদেভ লড়াই দেখার জন্য আমাদের
উৎসাহ কম ছিল না। তরুণ মেদভেদেভের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম না রাফায়েল নাদালের ঐতিহাসিক
২১তম গ্র্যান্ডস্লাম, কী দেখব আমরা? মনে রাখতে হবে দুই প্রতিযোগীর বয়সের ব্যবধান দশবছর! 
খেলার শুরুতেই যেন মেদভেদেভ বুঝিয়ে দিতে চাইলেন ইউ এস ওপেন ২০২১ ফাইনালের মতোই
তিনি জিততে এসেছেন। প্রথম সেট ৬-২ মেদভেদেভ। প্রায় কোনোরকম প্রতিযোগিতা
ছাড়াই নাদাল সেট হারলেন। কিন্তু নাদালকে দেখে মনে হল তিনি আত্মবিশ্বাসী। লড়াই করার অদম্য
ক্ষমতা, আত্মবিশ্বাস নাদালকে এতদূর নিয়ে এসেছে আমরা জানি।

দ্বিতীয় সেটে তীব্র লড়াই। ৪ নম্বর গেমে নাদাল মেদভেদেভের সার্ভ ভেঙে এগিয়ে গেলেন, ৩-১ এ।
এই গেমে ৪০টি শটের দীর্ঘ র‍্যালির শেষ নাদালের দুরন্ত ব্যাকহ্যান্ডে। দর্শকের সমর্থন নাদাল পেলেও
মেদভেদেভ নাদালকে ব্রেক করে টাইব্রেকারে খেলা নিয়ে গেলেন এবং ৭-৬ সেট জিতে নিলেন।
দ্বিতীয় সেটের পর আমরা প্রায় ধরে নিয়েছি খেলা মেদভেদেভের পক্ষে যেতে চলেছে। কারণ জিততে
হলে নাদালকে ৫ সেট অব্দি খেলতে হবে। যাঁকে কয়েকমাস আগেও ক্রাচ নিয়ে চলতে হয়েছে,
তিনি কি এই বয়সে পারবেন? তিনি কি ক্লান্ত হয়ে পড়বেন না?

দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থান থেকে নাদাল থার্ড সেট শুরু করলেন আক্রমণাত্মক ভঙ্গিতে।
ক্লান্তি কোথায়? মনে হল তিনি প্রথম গেম খেলছেন। মরিয়া মেদভেদেভ যেন বুঝতে
পারছেন, এই সেট না জিতলে উপায় নেই। ২৫ বনাম ৩৫, অকল্পনীয় লড়াই। ৪-৪। নাদাল ব্রেক
করলেন, অনবদ্য ফোরহ্যান্ডে। নাদাল ৫-৪।এরপর নিজের সার্ভিসে গেম নিলেন। এই সময় মনে
হচ্ছিল দু'জনের বয়স বুঝি উলটে গেছে। চতুর্থ সেটে ভয়ঙ্কর হয়ে উঠলেন নাদাল। একের পর এক
দুরন্ত ফোরহ্যান্ড শটে কোর্টের সর্বত্র ছুটিয়ে ছুটিয়ে বিপর্যস্ত করে দিচ্ছেন মেদভেদেভকে। চতুর্থ সেট ৬-৪ নাদালের পক্ষে।

২০টি গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়নের শরীরী ভাষা বদলে যাচ্ছে ক্রমশ। আকাশে গোধূলির রং। ফ্লাড
লাইটের নীচে রাফায়েল নাদাল যেন অন্য সূর্য! বয়স কমিয়ে লম্বা চুলের কিশোর স্প্যানিয়ার্ড
ছেলেটি জেগে উঠছে বুঝি! অন্তিম লড়াই লড়লেন মেদভেদেভ। দু'জনেই সংশয়ে, দু'জনেই
এড়াতে পারছেন না টেনশন। নিজেদের নিংড়ে দিচ্ছেন। পঞ্চম গেম ভেঙে নাদাল ৩-২। তিনবার
ব্রেকপয়েন্ট বাঁচিয়ে ৪-২। ২১ গ্র্যান্ডস্লামের সামনে তখনও কঠিন বাধা রাশিয়ান ছেলেটি। তিনি ব্রেক
করে খেলা পৌঁছে দিলেন ৫-৫ এ। রড লেভার এরিনায় রুদ্ধশ্বাস উত্তেজনা। উত্তেজনায় আমিও
কাঁপছি। টিভির সামনে থেকে দূরে সরে যাচ্ছি, দর্শকের চিৎকারে আবার বসছি। নাদাল ব্রেক
করলেন ৬-৫, বাকি ইতিহাস!

রাফায়েল নাদাল দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ২-৬, ৬-৭, ৬-৪, ৬-৪, ৭-৫! দর্শকের
উপর বিরক্ত হয়ে মেদভেদেভ মাথা গরম করে কি ফোকাস থেকে একটু হলেও সরে গিয়েছিলেন?
পরবর্তী সময়ে দানিল মেদভেদেভ অনেক টাইটেল জিতবেন আশা করি। টেনিস দুনিয়ায় কিছু শট
আছে দুরূহ অ্যাঙ্গেল থেকে, বিশেষজ্ঞরা বলেন, ফেডেরার আর নাদাল ছাড়া এই শট কেউ নিতে
পারেন না। ৩৫ বছর বয়সে তাও দেখালেন নাদাল, অবিশ্বাস্য! চোট আঘাত কাটিয়ে বারবার ফিরে
এসে টেনিস কোর্টে চূড়ান্ত ফিটনেস আর মনের জোর আপনিই পারেন। রাফায়েল নাদাল মাথা
ঝুঁকিয়ে আপনাকে কুর্নিশ জানাই।