কবিতা : নীলম সামন্ত







 

নীলম সামন্ত


রক্ত ঝরছে 

মনখারাপের দিকে 
তাক করে আছে অপরিণত পেপারওয়েট। 
রক্ত ঝরছে—
রূপকথাই কি তবে ইত্যাদির পরবর্তী অংশ?

শব্দ অনুযায়ী পাতা রঙ বদলায় ;
বাসের ভাড়া বাড়ে, 
চুল পাকে, 
এমনকি প্রিয় জামাও ছিঁড়ে যায়। 

তবে কিসের এতো বিস্ফোরণ?  

নদী গ্রীষ্মে শুকোলে বর্ষায় ভরে —

যেভাবে উড়তে চাও সেভাবে পড়ে দেখ তো 
কেমন করে ভাগ্যের মানচিত্রে প্রব্যাবিলিটির অংক 
ইউরেকা বলে চেঁচিয়ে ওঠে।
.