কবিতা : জয়ন্ত চট্টোপাধ্যায়

 






জয়ন্ত চট্টোপাধ্যায়


অকবিতা 


কবিতাদের বাগানে আর ফুল কই?
ফুল দেখার ছলে ভুল স্বপ্নমাখা সেইসব অকবিতাও
আশেপাশে নেই।
কবিতার উড়ানে আগাছারা ভাদ্রের সবুজ ধানখেত।
বাড়বাড়ন্ত। ওরা জানে যে যায় সে আর ফেরে না
চোরাবালি এক নিরীহ প্রলোভন তার আগ্রাস
কজন এড়ায়?

গাছগুলো মরে-হেজে ভূত,সেই হাসিমুখ পাতা-ফুল
মোমের পুতুল -- গাওয়া সচল মমি আজও 
গান গায়,
নাচের মুদ্রায় ফোটে লাস্যদেহ , ভ্রূভঙ্গে নকল খঞ্জর
আবাদপুর কি খুব বেশি দূর!

এখন আর কবিতা ফোটে না
কান্নার প্রত্নভাষ্যে লেখা হয় দাস্যসুখ।

হাজা বাগানের আগাছা-জলসায় গাছের কঙ্কাল
জমা কান্নার আগুনে ক্রমশ পোড়ে।

ক্ষয়িষ্ণু হাড়ের কান্নায় যত অকবিতাও পুড়ে যায়
গোধূলির ঝড়ে ছাই ওড়ে, ওরা শুধু ছাই নয়,
বিভূতিতিলক।