কবিতা : বন্যা ব্যানার্জী

 






বন্যা ব্যানার্জী


জ্বর


একটি শিক্ষার মৃত্যু হলো সেদিন।
আমরা চমকে উঠলাম,গর্জে উঠলাম মুখ নামালাম।
রাস্তার দু ধারে ভাঙা কাচের টুকরো 
আর কন্ডোমের ছড়িয়ে থাকা তাচ্ছিল্য 
প্রমাণ দেবে বলে ঠায় জেগে।
এক ছাদ থেকে আরেক ছাদ লাফিয়ে উঠছে খবর, 
লাফিয়ে উঠছে নগ্নতা
ছেঁড়া কাঁথায় শোয়া স্বপ্নেরা মাটি খুঁড়ে পুঁতে রাখছে পাঁজরের হাড়।
শান দিচ্ছে চাঁদের কাস্তে.....
চন্দ্রযান ৩ ল্যান্ড করল।আমরা লাফিয়ে উঠলাম, 
জয়ধ্বনি দিলাম মুখ তুললাম।
আর পাতার পর পাতা কবিতা লেখা হলো!
জীবনমুখি।