দুটি কবিতা : রিতা মিত্র

 








রিতা মিত্র


মাধ্যাকর্ষণ


মাধ্যাকর্ষণের টানে ঝরে পড়ে না বিষণ্ণতার দিনগুলো
একটা উজ্জ্বল দিনের আলো দেখার জন্য 
ক্ষীণদৃষ্টি জেগে আছে চশমার ওপারে
শুকিয়ে গেছে নয়ন সাগর
জীবনসাথি একলা ছেড়ে গেছে সৈকতে
পায়ের তলার বালি যেন সীমাহীন মরুভূমি
তবুও মরীচিকার খোঁজ
কে বাজায় আলোর বীণা হৃদয় গহীনে!
-----------


ঘরানা


নির্দেশ অমান্য করার সাহস নেই মনে
গ্রীষ্মের কোলে বসে শীত আঁকছি
এ এক সম্পুর্ণ বিপরীত ঘরানা
আয়নায় প্রতিফলিত হচ্ছে সোজা স্মার্ট চেহারা।