কবিতা : অমিত গোলুই

 






অমিত গোলুই 


অ্যাকুরিয়াম


আসা যাওয়ার পথে রোজই দেখি
রঙিন মাছের দোকানে 
ছোট অ্যাকুরিয়ামে গভীর সমুদ্রের মাছ। 

আজ অফিস যাবার সময়ও দেখে গেছি 
ছোট অ্যাকুরিয়ামে সেই মাছটাকে। 
কিন্তু ফেরার সময় দেখি, 
ছোট অ্যাকুরিয়াম থেকে সরিয়ে 
বড়ো অ্যাকুরিয়ামে মাছটাকে রাখা হয়েছে। 

সেই মাছটা ছাড়া অ্যাকুরিয়ামে আর কোনো মাছ নেই 
তবু এত বড়ো অ্যাকুরিয়ামের একটা কোণে 
মাছটা জড়সড় হয়ে আছে। 
তাকিয়ে থাকতে থাকতে মনে হয়, 
মাছ নয় অ্যাকুরিয়ামে যেন 
আমি আমারই প্রতিবিম্ব দেখছি। 
আমিও তো দীর্ঘদিন এত বড়ো বাড়ি ফাঁকা রেখে 
তিনতলার ছোট ঘরটায় থাকি। 

ছোট হয়ে থাকতে থাকতে আমরা কি তবে 
বড়ো হয়ে বাঁচতে ভুলে গেছি ?