কবিতা : মৌ সেন

 






মৌ সেন 


আবাহন


                  

সন্ধে হয়ে এলে যতটুকু কালি ঝরে পড়বে কলম থেকে তার তীক্ষ্ণ ফলায় বিদ্ধ হোক ওই হৃদয়ের তন্ত্রী। সুরের ঝড় উঠুক রুদ্র বীণায়।ধ্বংসই যদি না হলে তবে কিসের ভালবাসা? পুড়ে খাক্ না হলে কিসের মুক্তি? শ্বাসরোধ না হলে কিসের অবগাহন? প্রতিটা ক্রিয়ার এক তীব্র প্রতিক্রিয়া আছে। ভালবাসার আছে প্রতিভালবাসা। তোমার প্রতিটা পদক্ষেপে কাঁটা বিছিয়ে রেখে দেব আজ সারারাত। রক্তাক্ত পথ পার হয়ে যখন পৌঁছবে, ঊষালগ্নে যেন বেজে ওঠে রাগ হংসধ্বনি।