গুচ্ছ কবিতা : দেবপ্রসাদ মুখোপাধ্যায়

 




দেবপ্রসাদ মুখোপাধ্যায়


স্পর্শ

-------

তুমি নৌকাযোগে পার হ‌ও
একটি সমুদ্র...
তুমি দুহাতে আঁধার মেখে
দাঁড়াও আমার জানালার পাশে;
নিষিক্ত মাটির ফুল
ফুটুক আমার বুকে,
নিবিড় ভয়ের রাত্রি
সুগন্ধে উঠুক ভরে।
ওগো কাল আমি ভেসে যাচ্ছি
তোমার স্রোতের জলে।
সাদা খাতা জুড়ে ফুটে উঠেছে তোমার মুখ।

তালগাছের কখনো ছায়া
পড়ে না আমাদের জলে,
বড় বড় দীঘিগুলি,ঘাইমারা মাছ
আমরা দেখিনি কতদিন।
ভয়মাখা জলে
ভরে উঠছে আমাদের
দিনের রাতের আর্টেজিয় জল।।
গাছপালা থেকে অবিরত
মৃত্যুর নীলফুল থেকে
বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি।
বাসের ছুটন্ত জানালা থেকে দেখছি
কেবল সরে যাচ্ছে এই পৃথিবীর রঙ।
...........


মানুষের অপভ্রংশ
------------------------

উড়ুক না তার কিছুটা অংশ
পালক খসুক  নখর খসুক
দেখাক কিছুটা অপভ্রংশ
শবদেহ হয়ে নদীতে ভাসুক।

বেড়া ভেঙে যাক,
তাকে গিলে নিক মাঠ,
অথবা অন্ধ ভাঙা নদীবাঁক।

উঠে যাক তার
সব লোকজন,
নিজেকে করুক খণ্ড খণ্ড।
চুল খসে গেছে
দাঁত খসে যাক
বুকের ভিতরে মৎস‍্য ঘুরুক।
পতিত দীঘির মতোন দেখাক
ভিতরের দিকে ভরে যাক জল
করুক জ‍্যোৎস্না ধু ধু খলখল।

উড়ুক না তার কিছুটা অংশ
পালক খসুক  নখর খসুক
মানুষের সে অপভ্রংশ ।।