কবিতা : কৌশিক চক্রবর্ত্তী

 





কৌশিক চক্রবর্ত্তী


আলোডুবুরির চোখে


কোথায় শাদা দিন, এলোমেলো কালো রাত
সব মিশ খেয়ে সেজে আছে কুকারের হুইসিলে-
বাষ্পীভূত হবার আগে সবাই বিপদ মুক্ত
যেমন পিছিয়ে পড়া জাহাজের গতিপথ
ছেলেমানুষীর ছলে ডুবিয়ে দিয়েছে আরো কটা ইনসমনিক রাত...

ভিজে গেলে ভারী হয় যা কিছু পরিত্যক্ত ঋণ
বেপরোয়া গালাগাল ভিড় করে বুকের পাঁজরে
চেনা আগুনের আঁচ ঘিরে মেসোপোটেমিয়ার দুর্ভেদ্য আড়াল
রাতদিন এক করে তার মধ্যে ফেরি হচ্ছে হেরিটেজ সম্মোহন। 

সম্পদ বাটোয়ারার সময়কাল চিরকালই সীমিত... 
সমস্ত হারিয়ে ফেলা নথি আজ হ্যাশট্যাগে বন্দী...

ঘুরেফিরে যতবার ঘুম থেকে ওঠবার কথা ছিল
ততবারই কেউ না কেউ নিভিয়ে দিয়েছে কৃত্রিম আলো।